কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ফিরে এসো রবের ভালোবাসায়

প্রতিপালক ডাকছেন তোমায়—
হে আদম সন্তান!
ডেকো আমায়, সাড়া দেব আমি
তোমার প্রত্যেক আহ্বানে।
কিন্তু তুমি আজও উদাসীন,
ডুবে আছো গুনাহের সাগরে,
নাফরমানির মোহে ভুলে গেছ
তোমার প্রভুর ডাক।
প্রভু তো ভালোবাসেন তোমায়,
তবু কেন এত বিমুখ?
এই পৃথিবীর মোহে পড়ে
বঞ্চিত হয়ো না তাঁর রহমত থেকে।
নিশির বাতাসে চোখের জলে
ভেজাও তোমার কপোল,
তোমার একফোঁটা অনুতাপই
নেভাবে জাহান্নামের অনল।
সময় ফুরাবার আগেই
ফিরে এসো রবের ভালোবাসায়।

-মো. রাকিব সরদার
নবম শ্রেণি, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, 
বীরহাটাব-হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
Magazine