কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বাবা তুমি!

বাবা তুমি এই ধরণির ভিন্ন এক মানুষ

শুধু তুমি বাবা নওকো, তুমি বীরপুরুষ।

মাথার উপর বটগাছ তুমি, ছায়া দাও আমায়

তুমি তো আছো কেউ না থাকলে কী আসে-যায়!

তোমার হাতে হাত রেখে চলেছি কত পথ?

জীবন দিয়ে দিলেও বাবা, শোধ হবে না তার ক্বীমত।

কত কষ্ট সহেছো বাবা আমারই জন্যে?

দুর্বিষহ হতো জীবন তুমি না থাকলে।

তোমার কাছে খুলি বাবা আবদারের ঝুলি

যত আছে চাওয়া-পাওয়া সবই তোমায় বলি।

কখনো তুমি ফেরায় দাও না, পূরণ কর সব

বাবা তোমায় ভালো রাখুক মহান প্রিয় রব।

আমার কল্যাণে বাবা তুমি সদা সচেষ্ট

বুকের গর্তে পুতে রাখো আমার দেয়া শত কষ্ট।

মাফ করে দিও বাবা যত দিয়েছি ব্যথা

আদর দিয়ে ভরিয়ে দিও আমার জীবনখাতা।

বাবা তুমি চির-আপন, সুখ সুরের বাঁশি,

সত্যিই বাবা তোমায় আমি বড্ড ভালোবাসি।

-মাযহারুল ইসলাম আবির

নবম শ্রেণি, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,

ডাঙ্গীপাড়া, রাজশাহী

Magazine