কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

আহ্বান

এই সুন্দর ভুবনে বাঁচার ইচ্ছে না থাকিলে,

যাও চলিয়া যাও শূন্য হস্তে।

বুঝিবে তখনে কী ভুল করিয়াছ জগতে,

আবেগের মোহে মত্ত হইয়া পরে,

শূন্য জ্ঞানে, বিবেকহীনে না কৃতকর্মে,

কাটায়েছো জীবন না ভাবিয়া পরজীবনে।

এই সুন্দর ভুবনে স্বাচ্ছন্দ্য স্বাধীন মনে,

আসিয়াছি মোরা স্বর্ণ-শস্য ফলাইতে।

আবেগপ্রবণ অজ্ঞ, অস্থির চিত্ত 

থাকে সদা আলস্যে মত্ত।

তাহারা ধন-শস্য ফলাইবে কেমনে?

কেমনে করিবে সঞ্চয় দুর্যোগে!!

লইয়া এই বৃথা শূন্য ভিখারী মন

সামান্য কষ্টে ইহকাল ছাড়িতে চাহে যে জন!

এখনই জাগতিক পীড়া এত বৃহৎ লাগে?

ওপারের অনন্ত অনল সহিবে কেমনে??

ভুলিয়াছ জনেরা আসি নাই মোরা এ কারণে,

আসিয়াছি কর্মী হইয়া শস্যক্ষেত্রে!

তাই ভুলিয়া সকল দুনিয়াবী ক্ষুদ্র বেদনা,

পরকালের লাগিয়া কাজ করি চল না।

ঢালিয়া দেই জীবন মহান রবের তরে,

আসুক না বাধা কল্যাণের পথে।

মাড়াবো সে বাধা মোরা পদতলে‌,

যদি অন্তরে ঈমানী শক্তির আগুন জ্বলে।


ফারজানা ইয়াসমীন

শিক্ষার্থী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা।

Magazine