কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ক্যালেন্ডার বদল

post title will place here
ক্যালেন্ডারের হচ্ছে বদল আসছে ভাই নতুন সাল
২০২৪শে হয়তো খাইছেন গুরুজনদের ঐ গাল।
পুরাতন সেই দিনের কথা যদিও মনে পড়ে
নতুন কিছুর আনন্দে তাই ভুলে যেও তারে।
জীবন থেকে যাচ্ছে চলে আরো একটি বছর
অনেক মনে জমে আছে দুঃখ-সুখের বাসর।
দুঃখ হলো প্রবহমান সুখ ক্ষণিকের তরে
নতুন বছর শুরু করো একটু হিসাব করে।
দুই হাজার চব্বিশ যেমন কাটুক পঁচিশটা সুখের হোক
দেশ ও জাতির সবার মনে শান্তি সদা থাকুক।
-সাদিয়া আফরোজ
শিক্ষার্থী, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
Magazine