কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মধুমাসে

post title will place here
মধুমাসে নানা ফলে
মউ মউ ঘ্রাণ,
কাঁঠালের সুবাসেতে
ভরে উঠে প্রাণ।
আম জাম লিচু নিয়ে
মধুমাস আসে,
প্রভুর নেয়ামতে
গাছগুলো হাসে।
বাজারেতে আসি শুধু
পাকা ফল পেতে,
টসটসে আনারস
ভালোবাসি খেতে।
টকটকে লাল লিচু
গাছে গাছে ঝুলে,
জামরুলে মন ভরি
খেলাধুলা ভুলে।
জিশান মাহমুদ 
শ্রীবরদী, শেরপুর।
Magazine