কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

অগ্রকর খোঁজে

ঐ শোনো, কে বাজায় ডঙ্কা ঈমানের হুংকারে?

দূর হবে শঙ্কা সব বাঁধ ভেঙে যাবে রে।

উড্ডীন পালে তরি পাগল-হিল্লোল মেড়ে যাবে রে,

মুছে তাণ্ডবলীলা যালিমের মসনদ গুঁড়বে রে,

ঘন কালো অন্ধকারে অগ্রকর খোঁজে রে।

ওরে মাঝি ভাই, ভয় নাই ওরে ভয় নাই রে!

বলো জয়! জয় ঈমানের জয়! জয় জয় রে!

‘আল্লাহু আকবার’ বাণী জপে ক্ষণে ক্ষণে অধরে,

উল্কা-সম গিরি-চূড়া মেড়ে চল তোরা চল রে,

হও আগুয়ান! বিপদ চাহে আসুক বারে বারে,

কূল ছেড়ে যেতে হবে তোকে যে বহুদূর রে!

ওরা থাকুক পিছে, ওদের পানে তাকাস না ফিরে

রবে ওরে তোর লাশের তাণ্ডবলীলায় শুয়ে,

ওরা যালিমের দারোয়ান, বাণী ওদের ফুরফুরে।

তোর রক্ত নদীর অববাহিকায় গাইবে ওরা সুরে সুরে।

আরে কণ্টক! আরে পর্বত! সব মেড়ে তোরা চল রে

ভেসে যাবে সব একদিন তোর রক্ত-জোয়ারে

আর কত অশ্রু ঝরাবি, গোপন বসে কাঁদবি রে ?

এইবার জাগ! জাগ রে! ঐ তরি যায় যায় রে।

আব্দুর রহমান বিন আব্দুর রাযযাক

ফারেগআল-জামিআহ আস-সালাফিয়্যাহ,

বানারাসভারত

Magazine