কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

কুরআন-হাদীছ

কুরআন-হাদীছ মেনে যদি

জীবনখানা গড়,
জ্ঞানগরিমায় তুমি হবে
সবার চেয়ে বড়।
রবের কাছে পাবে তুমি
জান্নাতী সুখ যতো,
তোমার জীবন শুদ্ধ হবে
ছোট্ট শিশুর মতো।
নবীর পথে চলবে তুমি
শঙ্কা কীসে বলো,
বিপদ-আপদ যতোই আসুক
ন্যায়ের পথে চলো।
চলার পথে আসুক যতো
ঘোর আঁধারের বাঁধা,
কুরআন-হাদীছ থাকলে সাথে
দেখবে না আর ধাঁধা।
তওবা করে ফিরে এসো
তবেই পাবে মুক্তি,
অসৎ পথে দুঃখ মেলে
যতোই দেখাও যুক্তি।

মো. শাহাজাহান হোসেন

শিক্ষার্থীক্যান্টনমেন্ট কলেজ, যশোর।

Magazine