কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

লাশখেকো

post title will place here
স্বাধীনতা মরে গেছে
পলাশীর ফিরিঙ্গির কাছে।
ফিরিঙ্গিরা আনল একাত্তর
একাত্তরও ক্ষুধায় কাতর!
পলাশী তুমি তিতুমীর
একাত্তর তুমি লাশের ক্ষীর!
পলাশী একাত্তরের মতো
সব যেন লাশের বিপ্লব।
চব্বিশ তুমি যতই বলো
তুমি নব্য লাশের বিপ্লব!
মুগ্ধের পানি, আবু সাইদের বুক
বদলাতে পারেনি পূর্ণ ফ্যাসিবাদ।
জুলাই গ্লানি, জুলাই যেন শোক!
তবে, ফিরছে কেন নব্য ফ্যাসিবাদ?
লাশের রক্ত মাখা বিপ্লব মঞ্চে
গগণচুম্বী ধিক্কার উঠে—
হে আমার মাতৃভূমি
তুমি লাশখেকো উন্মাদ।
বারবার লাশ নিয়ে
তুমি স্বাধীনতা করো বরবাদ।
-ইবনু মাসউদ
শিক্ষার্থী, তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী, গাজীপুর।
Magazine