কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

আল-ইতিছাম

পথভ্রষ্ট ছিলাম মোরা 

অন্ধকারে ডুবে,

শান্তির বাণী নিয়ে এলো 

আল-ইতিছাম তবে।

চিনি না কেউ সঠিক পথ 

বুঝি না কেউ ভালো, 

আল-ইতিছাম এসে সবার 

জ্বালিয়ে দিল আলো।

হালাল-হারাম চিনিয়ে দিল 

ভ্রান্তি গেল কেটে, 

পাপ-পুণ্য আলাদা হয়ে

শান্তি এলো হেঁটে। 

দ্বীন শিক্ষার সঠিক ধারা 

ছড়িয়ে সবার মাঝে, 

বিদআতীদের মাথায় বাড়ি 

পাচ্ছে না পথ খুঁজে। 

এসো সবাই সঠিক জানি 

আল-ইতিছাম পড়ে, 

মুক্তির পথ আলোয় গড়ি 

আসল আমল করে।

-মুস্তাক্বীম বিল্লাহ 

বাগমারা, রাজশাহী।

Magazine