আর কতকাল বাঁচবে তুমি এই দুনিয়ায়,
হয়তো জীবন যাবে চলে একটি ইশারায়।
ক্ষণ কালের জীবনে বাঁচার উপায় নাই,
এ জীবনে চিরকালের নেইকো কোনো ঠাঁই।
যেতেই হবে সেথা ওই মাটির ঠিকানায়,
ও দয়াময়! জান্নাত তুমি দিয়ো গো আমায়।
পরকালের জীবনের নাইতো শেষ নাই,
ইহকালে বুনব তাই আদর্শ জীবনটাই।
হিসাব হবে ময়দানে কড়ায়-গণ্ডায়,
দয়াময়ের কাছে সবে সহজ হিসাব চাই।
এই দু‘আখানি ওই আরশে পাঠাই,
ও মহামহিম! আল্লাহ কবুল করিও তাই।
মো. আসাদুজ্জামান আসাদ
শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি,
ঢাকা বিশ্ববিদ্যালয়।