কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মায়ের আদর

post title will place here
মধুমাখা মায়ের আদর
মায়ের কোল শ্রেষ্ঠ চাদর,
প্রেমশূন্য জীবন বিফলে
প্রেমহীন কি জীবন চলে?
পরম শান্তি মায়ের কোলে
আনন্দের ঝংকার তোলে,
মায়ের আদর স্নেহ পেলে
এ দুনিয়ায় যেন স্বর্গ মেলে।
জগতে যার মা বেঁচে নাই
তার জীবনে কষ্ট সদাই,
আমিও অধম মাতৃহারা
পাই না খুঁজে কূল-কিনারা।
মায়ের আদর পেল না যে
খুবই বড় হতভাগা সে,
গুণী জ্ঞানী সর্বজন বলে
জান্নাত মায়ের পদতলে।
শান্তি ছিল মায়ের আঁচলে
বুক ভেসে যায় আঁখিজলে।
আমি সদা ব্যথায় কাতর
ভাগ্যে নাই মায়ের আদর।
রেখো সবে মায়ের খবর
মায়ের স্নেহে ভরে অন্তর,
আজ আমার মা বেঁচে নাই
মনের ব্যথা কারে শুধাই?
অতুলনীয় মায়ের স্নেহ
মা বিনে নাই আপন কেহ,
মায়ের কোল উষ্ণ চাদর
সর্বশ্রেষ্ঠ মায়ের আদর।
-সৈয়দ ইসমাইল হোসেন জনি 
পশ্চিম বিন্নাপাড়া, ঝালকাঠি।
Magazine