ন্যায়ের পথে সমাজ বাধা
বাধা নিজের নফসও,
বিবেক শুধু একাই লড়ে
করে চলে যুদ্ধ।
সমাজের চাপ নফসেরও চাপ
রিযিক্বের চাপ আরও,
চাপে চাপে বিবেক লয়ে
পরাজয় হয় তারও।
পরাস্ত বিবেক ক্লান্ত তাই
পাপে সমাজ ভরা,
ভারসাম্যহীন কর্মে গোটা
সমাজ দিশেহারা।
মো. জহুরুল ইসলাম
হরিপুর, পোরশা, নওগাঁ।