কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ফোন রেখো না হাতে!

ফোনের পিছনে ছুটে ছুটে তুমি জীবন করো না নষ্ট

অতিরিক্ত ফোন ব্যবহারে হয়ে যাবে যে ভ্রষ্ট।
রাস্তাতে হাঁটার সময় ফোন রেখো না হাতে
মনোযোগের অভাবে দুর্ঘটনা ঘটে।
ফোন চালু করে দাঁড়িয়ো না কভু ছালাতে

এ সময় ফোন দিলে কেহ বিঘ্ন ঘটবে ইবাদতে।

ফোন রেখে মন দাও খাওয়াতে

নচেৎ পাবে না তুমি তৃপ্তি কোনোমতে।

পড়ার সময় পাশে রেখো না ফোন

কারণ ঘটাবে বিঘ্ন তা সারাক্ষণ।

ঘুমানোর আগে ফোন হাতে তুমি যেও না কভু বিছানা
সময় ক্ষেপণ হবে ঘুম তাড়াতাড়ি আসবে না।
দিও না বেশি সময় ফেসবুক, টুইটার আর সামাজিক সাইটে
গুরুত্বপূর্ণ সময়গুলোকে লাগাও নিজের কাজে।
মোবাইলে শুধু চোখ রেখে উপকার নাই সব ক্ষতি
রেডিয়েশনের কবলে হারাবে মস্তিষ্ক, শরীর, চোখের গতি।
প্রয়োজনে ব্যবহার করো ফোন; ফোনের প্রয়োজনে তুমি নও
সময়গুলো কাজে লাগাও যদি সফল হতে চাও।

মো. জহুরুল ইসলাম

হরিপুর, পোরশা, নওগাঁ।


Magazine