কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

নিজেই ভালো বুঝে

আপনি হয়তো ভাবতে পারেন

আমি অনেক ভালো,

বাস্তবে তো ভেতর আমার

হতেও পারে কালো!

কারণ ছাড়াই খারাপ ভাবেন-

করি না তো আশা,

ভালো বলেই হয়তোবা পাই

নিবিড় ভালোবাসা!

আপনি-আমি ভাবি যতই

কারো খারাপ-ভালো,

আসলেই তার ভালো-খারাপ

কে আর জানে ভালো?

নিজের ভালো দেখে সবাই,

পরের খারাপ খুঁজে,

নিজের নিজের ভালো-খারাপ

নিজেই ভালো বুঝে!!!

মো. শফিউর রহমান

সহকারী শিক্ষক, পাঁচগাছিয়া সর. প্রাথ. বিদ্যালয়, কাকনহাট, গোদাগাড়ী, রাজশাহী।

Magazine