কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বৃক্ষের কথা

বৃক্ষ নিধন চলছে দেশে, গাছ কমে গেছে,
 পশু-পাখি বিপন্ন প্রায়, মানুষ বেড়ে গেছে।
নিরীহ যে জীব হায়ওয়ান, বেঁচে থাকে গাছে,
তরু নিধন করলে তারা, গালি দিবে পাছে।
বৃক্ষ কাটো কেন ও ভাই, প্রয়োজন না হলে, 
উপকারী গাছের কথা, শেষ হবে না বলে।
নানা রকম রিযিক্বের উৎস, ফলমূল, শাকসবজি,
যা খেলে হয় শক্তিশালী, শরীর, হাড়-হাড্ডি।
বৃক্ষ করে চক্ষু শীতল, ছড়ায় মিষ্টি সুবাস, 
দেশকে বাঁচায় রবের ইচ্ছায়, থেকে ঝড়ের বাতাস। 
উপকূলের জেলাসমূহে, গাছ লাগান ভাই, 
নদী ভাঙন বলবে তখন, আমি বাড়ি যাই।
মাটি আমাদের উর্বর হয়, লাগালে বেশি গাছ, 
বিশ্রাম নিতে ছুটে যায় চাষী, ছায়া পায় তার কাছ।
খাতা-কিতাব, চেয়ার-টেবিল, বৃক্ষ থেকে আসে,
নানা রকম আসবাবপত্র, যা লাগে সব মাসে। 
গাছ একটি বড় নেয়ামত, আল্লাহর পক্ষ হতে,
মুখে-ক্বলবে শুকরিয়া তাই, অঙ্গের ইবাদতে।
-মিরাজুর রহমান তাহমিদ
শিক্ষার্থী, আল মাদরাসাতুদ দ্বীনিয়া, 
মাইজদী কোর্ট, নোয়াখালী।
Magazine