বাতাসে ভেসে আসে মায়াবী ঘ্রাণ,
মুগ্ধ করে মন, জুড়ায় প্রাণ।
সোনালি ধানের মাঠে মেলে পরাণ,
নদীর কলকল ধ্বনি গেয়ে ওঠে গান।
নৌকার ছলাৎ ছলাৎ শব্দের তালে
রৌদ্র হাসে গাছপালার কোলে।
মাঠের কৃষাণ ঘামে ভেজা গায়
মিলিয়ে যায় সুর প্রকৃতির দূর নিরালায়।
স্নিগ্ধ ভোরে পাখির কলতান,
জাগায় মনে জীবনের গান।
পড়ন্ত বিকেলের রক্তিম আভায়
প্রকৃতির রূপ ঝলমল করে গগনে ভাসায়।
রাত্রি নামলে নক্ষত্রের আলো,
প্রকৃতি ঢেকে যায় মায়ার কালো।
তবু তার মাঝে সৌন্দর্য ফুটে,
অপরূপ প্রকৃতি হৃদয়ে ছুটে।
-শাহরিয়ার আরিফ সিয়াম
ছাত্র, সপ্তম শ্রেণি, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।