যুবক ছেলেটি হাতে ধরে মোবাইল খেলছে তো খেলছেই
স্বাভাবিক কাজকর্মে তার কোনো চেতনা নেই।
পাবজি আর ফ্রি ফায়ারের নেশায় সে আছে ডুবে
আহার, নিদ্রার গুরুত্ব নেই তার অনুভবে।
সময়ের মূল্য নেই, এতটা ভাবার সময় নেই
বড় ফোন আর এমবি খরচ প্রতিদিন লাগবেই।
পরিবার, সমাজ, রাষ্ট্রের কোনো দায়বদ্ধতা নেই
অনলাইন জগতের অপরাধ নিয়ে কোনো মাথা ব্যথা নেই।
পঙ্গু হয়ে গেল যুবসমাজ, নৈতিক মূল্যবোধের বড় অভাব
নষ্ট হয়ে যাচ্ছে লাখো মানবসম্পদ।
গেমের খরচ জোগাতে না পেরে করে আত্মহত্যা
ধর্মচর্চার সুযোগ নেই, নেই কোনো শিক্ষা।
শারীরিক ও মানসিক হাজারো সমস্যা পড়াশোনায় মনোযোগ নেই
এরকম চলতে থাকলে জাতি ধ্বংস হবেই।
-মো. জহুরুল
হরিপুর, পোরশা, নওগাঁ।