কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

পরিবেশটা খুব ঘোলাটে

মানুষগুলো অমানুষ আজ

ব্যবহারের গুণে,

লোভে পড়ে ক্ষোভের তরে

হিংসা দানা বুনে।

কারও ভালো কেউ চাহে না

কেমনে বড় হবে,

ঠকের ব্যবসা নিত্য করে

দিচ্ছে ধোঁকা সবে।

পরিবেশটা খুব ঘোলাটে

মানুষ যায় না চেনা,

অন্ধমোহে দ্বন্দ্ব লেগে

বাড়ছে কত দেনা।

-মহিউদ্দিন বিন জুবায়েদ

মুহিমনগর, চৈতনখিলা, শেরপুর

Magazine