কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ঈমানের স্বাদ!

প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মুন্সীগঞ্জ।
যখন দূর দিগন্তে সূর্যের রক্তিম আভা হারিয়ে যায়,
হৃদয়ের চোখে তাকালে দেখবে তুমি কত অসহায়!
ভালোবাসা যিনি দিলেন তারে না বাসিলে ভালো,
কত বোকা তুমি আঁধার নিলে ফিরিয়ে দিয়ে আলো!
দুনিয়ার মায়ায় আজ তুমি নিজেকে হারালে
ভেবে দেখো, কার কাছ থেকে তুমি পালালে!
দেখো গভীর নিশীথে প্রকৃতি থাকে সুপ্ত,
উঠে যাও রবের টানে হতে পারো তুমি মুক্ত!
রবের কাছে করো আকুতি, রোনাজারি আর ফরিয়াদ,
দিয়ো গো প্রভু মরণের সময় তাজা ঈমানের স্বাদ!
-মো. মেহেদী হাসান

Magazine