কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

হেদায়াত

দেখিয়েছো যে পথ তুমি

সে পথ বড়ই সত্য,

তবু ভুল করে মন যদি 

করে বসে হাজারও ভুল নিত্য,

তুমি দয়া করে ক্ষমা করো

সেই সত্য দিশায় আমায় তুলে ধরো।

পাপী আমি, সে কথা ভিন্ন

পথ খুঁজি, চাই প্রতিকার

দূর করে দাও জীবনের যত হাহাকার

মুছে দাও আছে যত প্রবৃত্তি হিংস্র ও কদাকার।

আমার জীবন, আমার মরণ

সব তোমাতেই হোক সমর্পণ।

-আযহারুল ইসলাম

উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গভারত।


Magazine