সত্য হলো জান্নাতী পথ নবীর বাণী বলে
আপদ-বিপদ মুক্ত জীবন সঠিকভাবে
চলে।
ঝুটঝামেলা নেই কোনোখান সত্যবাদী
জানে
সত্য পথে চলতে কারো কঠিন বাঁধা
হানে।
সত্য হলো সকাল বেলার সূর্য উঠার
মতো
এ পথে লোক কমই থাকে, পাওয়া যায় না তত।
চলাফেরা বড়ই কঠিন— সত্য বলে কথা...
মিথ্যা নিয়ে পড়ে থাকে দারুণ
অলসতা।
সত্য হলো উচিত কথা মুখে পড়ে কালি
যদিও লোক এ পথে কম তবু বাজে তালি।
সমাজ গড়লে সত্য দিয়ে সবাই হবে
দামি
মিথ্যা জেনেও চলি ওপথ, একটু নাহি থামি।
সত্য নিয়ে চলতে যদি আমরা সবাই
পারি
ঝর্ণাধারার জান্নাতে ওই, সবার হবে বাড়ি।
-মহিউদ্দিন বিন জুবায়েদ
মুহিমনগর, চৈতনখিলা, শেরপুর।