মিষ্টি আকাশ মিষ্টি বাতাস মিষ্টি ফুলের গন্ধ,
ফুলবাগানে অলি নাচে কী অপরূপ ছন্দ!
শিশিরভেজা দূর্বাঘাসে মিষ্টি রোদের হাসি,
ধানের আঁটি মাথায় নিয়ে যাচ্ছে বাড়ি চাষি।
গাঁয়ের বধূ কুলা নেড়ে ওড়ায় ধানের চিটা,
নতুন ধানে করবে বধূ হরেক স্বাদের পিঠা।
খেজুরগাছে উঠল গাছি পাড়বে রসের হাড়ি,
রসের পায়েস পিঠার ঘ্রাণ ছুটবে বাড়ি বাড়ি।
স্বজনেরা আসবে ছুটে নবান্নের উৎসবে,
হেমন্তের এই নিমন্ত্রণে উঠব মেতে সবে।
-এম. আবু বকর সিদ্দিক
ছায়ামঞ্জিল, পূর্ববাসাবাটী, বাগেরহাট।