কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

গণতন্ত্র, তুই কে?

post title will place here

গণতন্ত্র, তুই কি সেই আশ্বাস,

যার বুকে ঝরে যায় নিরীহ জনতার নিঃশ্বাস?

তোর নামে চলে নির্বাচন—

বাক্‌স্বাধীনতা হয়ে যায় দাফন।

তুই মুখোশ পরা শাসক,

জনগণের কাঁধে বসে চেপে থাকা শকুন।

তুই এদেশে গত ৫৪ বছরের যালেম, খুনি।

তুই শান্তি আনিস চালিয়ে জনতার বুকে গুলি।

গণতন্ত্র, তুই কে?

তুই নতুন চাঁদাবাজ, তুই ফ্যাসিবাদ।

তুই ভবিষ্যতের খুনি।

তাই বলছি,

তুই গণতন্ত্র না— তুই স্বৈরশাসনতন্ত্র।

তোর নামে চলে খুন, ধর্ষণ, দমন-পীড়ন।

তাই তোকে ঘৃণা করি।

তোর নামে চুপ করে থাকা অপরাধ মনে করি।

তাইতো তোর সমাধির ওপর খেলাফতের স্বপ্ন বুনি।

-মো. আরিফ

পবারাজশাহী।

Magazine