কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

রামাযানের চাঁদ উঠলে

post title will place here
রামাযানের চাঁদ উঠলে,
মুসলিম মনে আনন্দ ঝরে।
কাফের, যালেম থাকে বেজার,
ছিয়াম ভঙ্গ হলে গুনাহ ভরে।
চাঁদ দেখেই দু‘আ পড়ে,
তারাবীতে শামিল হয় সবে।
এশার ছালাতে দল বেঁধে,
মসজিদমুখী হয় সবে।
ইমামের পিছনে তারাবী পড়ে,
সাহরীতে নেয় বরকত ভরে।
কুরআন-হাদীছ পাঠে মন রবে,
ধনী-গরীব সবাই ছিয়াম রাখে।
গীবত, হিংসা, লোভ-দ্বেষ,
ছিয়ামের ছোঁয়ায় হয় নিরুদ্দেশ।
সূর্য ডুবলে খুশির সাথে,
ইফতার নেয় সবাই হাতে।
নেকীর মাস রামাযান আসে,
রহমত-বরকতে জীবন হাসে।
নরক থেকে মুক্তি চেয়ে,
জান্নাতের কামনা করি রবে।
-আনিছুর রহমান
নামাজগড়, বগুড়া।
Magazine