কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ফিরিয়ে নাও!

প্রভু ফিরিয়ে নাও মোরে তব গৃহে,

শূন্যতা আজ বিজন হৃদয় মাঝে।

বিরহ বিধুর হিয়ায় কষ্ট ঝংকারে,

তব গৃহপানে দৃষ্টি মোর যায় বারেবারে।

অশান্ত ব্যাকুল হৃদয়; একটি সিজদা তরে,

মিনার হতে আযান সুর বাজে কর্ণকুহরে।

কী অপরাধে মোরে তুমি বঞ্চিত করিলে?

কোন গুনাহে এ জীবন ধূসর করিলে?

আলোতে আঁধারে আজ শুধু বিরহ সুর বাজে,

প্রভু মোরে নাও ফিরিয়ে তব গৃহে।

-আব্দুর রহমান বিন আব্দুর রাযযাক

ফারেগ, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,

 বানারাস, ভারত


Magazine