কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

হিংসা

হিংসা করা ভালো নয়,

হিংসা মানবাধিকার করে ক্ষয়।

আলোর জীবন করে কালো,

মুছে দেয় জীবনের সব ভালো।

পুণ্য সব দেয় মুছে 

মানবিকতা যায় ঘুচে।

জীবনের হয় অধঃপতন 

জীবন হয়ে যায় পশুর মতন।

সমাজ ভরে যায় অবিশ্বাসে

দুর্দশা ছড়ায় প্রতি নিঃশ্বাসে।

সরিষা পরিমাণও থাকিলে হিংসা 

বেড়ে যাবে শত্রুতা ও জিঘাংসা।

আঁধারে ভরে গেলে এই ভূলোক

কী করে চলবে পথ হারালে দিবালোক।

তাই শত্রুতা সব যাও ভুলে 

চলে এসো নৈতিকতার মূলে।

মানুষ জাতি পরস্পরের আপন

পরস্পরের সহযোগিতায় সুন্দর হবে জীবন।

-সুমাইয়া আক্তার

মালেকাটোলা দাশ লেনসূত্রাপুরঢাকা।

Magazine