কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সৃষ্টি

কী সুন্দর এই ধরণি

করিয়াছ সৃজন তুমি।

বাগানে ফুটিয়াছ ফুল

সুগন্ধে ভরে কূল।

প্রজাপতি হেলাখেলা

করিতেছে সারা বেলা।

ঝরনা, নদী, পাড়

রাখনিকো ত্রুটি তার।

রাতের আকাশে দেখো

চাঁদ-তারায় মুখরিত।

প্রভাত বেলায় শুনি

পাখিদের কিচিমিচি।

বর্ষায় দেখো চেয়ে

আকাশটা গেছে ছেয়ে।

ঝিরঝির সারা বেলা

চারিদিকে কাদা মাখা।

কাশফুলে গেছে ভরে

দেখো ওগো প্রাণ খুলে।

মাছ সব ঝাঁকে ঝাঁকে

জলে তারা খেলা করে।

সূর্যের উঠা-ডুবা

দেখতে আহা কিজে মজা!

মাঠে মাঠে ঘাসে ভরা

বাতাসেতে করে খেলা।

আরো আছে বহু মেলা

নির্ভুল কারুকলা।

দেখি আর ভাবি আমি

কী মহান প্রভু তুমি

করিয়াছ সৃজন এ জাহান।

আফিফা বিনতে ফায়ছাল

দশম শ্রেণি, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,

ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।

Magazine