ছালাত হলো জান্নাতের চাবি—ছালাত মানে সুখ
পড়লে ছালাত পাঁচ ওয়াক্ত ঘুচবে সকল দুখ।
আযান হলে ছালাত আগে—নয়তো কোনো কাজ,
রোজ হাশরে মিলবে তবে জান্নাতীদের সাজ।
আলসেমিতে করবে নাকো—ছালাত কভু ক্বাযা,
করলে ক্বাযা অকারণে আল্লাহ দেবেন সাজা।
ছালাত হলো ফরয বিধান—সময়মতো পড়ো,
সঠিকভাবে ছালাত পড়ে সঠিক জীবন গড়ো।
-শামসুন্নাহার সুমনা
শনির আখড়া, যাত্রাবাড়ী, ঢাকা।