ছোট্ট সোনা খুকুমণি
তোলো দুটি হাত,
প্রভুর কাছে পাবে ক্ষমা
আর নবীর শাফাআত।
হাতটি তোলো প্রভুর দ্বারে
কান্না ছেড়ে দিয়ে,
জয় করে নাও প্রভুর সন্তোষ
হৃদয় ভরিয়ে।
পরকালের আশায় তুমি
করো ইবাদত,
দূর করে দাও দুনিয়ার
ঝামেলা যত সব।
ছোট্ট সোনা খুকুমণি
পড়ো ছালাত কালাম,
ঐ পারেতে পাবে তুমি
সুউচ্চ মাক্বাম।
-শাকিব হুসাইন
খানসামা, দিনাজপুর।