কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বেলা ফুরাবেই

post title will place here
বরফ যেমন গলে পড়ে
বেলা হলে শেষ,
আয়ু তেমন কমে কমে
হচ্ছে নিরুদ্দেশ।
ভেবে দেখো কথাখানি
খাঁটি কতটুক,
তবু যেন বুঝলে না তো
কাঁপল না বুক।
বুঝো আর না বুঝো তুমি
বেলা ফুরাবেই,
বুদ্ধিমানে বুদ্ধি করে
নেকী কুড়াবেই।
মহিউদ্দিন বিন জুবায়েদ
মুহিমনগর, চৈতনখিলা, শেরপুর।
Magazine