প্রভু! পাপ করেছি, ভুল করেছি, ক্ষমা করো মোরে,
গফূরুর রহীম তুমি, এসেছি তব দ্বারে।
দুনিয়ার চাকচিক্য করেছে মোরে গ্রাস,
পানাহ চাই দুনিয়া থেকে, করো না মোরে নিরাশ।
প্রভু! অন্তরে দাও তাক্বওয়া মোর, দাও মরণের ভয়,
পরবর্তী জীবনে যেন হতে পারে জয়।
প্রভু! চাই না আমি দুনিয়া, দিও ঈমান মোরে,
বাকি সব চাওয়া মোর রেখো গচ্ছিত করে।
দিও মোরে পরপারে করিও সম্মানিত,
সহজ করিও হিসাব মোর, বাঁধা আছে যত।
জান্নাতী করিও প্রভু মোরে পরপারে,
রহীম-রহমান তুমি, এসেছি তব দ্বারে।
-সুরাইয়া বিনতে মামুনুর রশীদ
ছাত্রী, মাহাদ ২য় বর্ষ, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।