ইতিহাসের কালো অক্ষরের লেখক আমি।
ইতিহাসকে জাগ্রত রাখি আমি।
এ জগতের আবিষ্কারের তালিকায় সেরা আমি।
রাজপথ থেকে শুরু করে দালানও করেছি আমি।
যুদ্ধের মাঠ ছেড়ে জয় বিনে আসিনি আমি।
ভয়কে জয় করার জাতি আমি।
ছালাহউদ্দীন, বিন কাসেম, তারেকের রক্ত আমি।
এক রবের তরে শির অবনত করি আমি।
বহু রবের তরে শিরদের কর্তন করি আমি।
এ জগতের কী করিনি আমি?
এ জগতের সবই করেছি আমি।
ইতিহাস সাক্ষী করেছি কি আমি।
বীজগণিতের জনক আমি।
শূন্যের জনক আমি।
পদার্থবিদ্যা তৈরি করেছি আমি।
আলো ও দৃষ্টিবিদ্যা তৈরি করেছি আমি।
আকাশ-যমীনের মানচিত্র নির্মাতা আমি।
ইদরীসের নভোমণ্ডল ও বিশ্বের মানচিত্র নির্মাতা আমি।
স্পেনে মুদ্রণযন্ত্র আবিষ্কার করেছি আমি।
সুগন্ধি ও তেল উৎপাদকের আবিষ্কারক আমি।
দন্ত্য চিকিৎসার তুলার উন্মোচক আমি।
গ্যাস্ট্রিক টিউব এর আবিষ্কারক আমি।
কৃত্রিম দাঁত এর আবিষ্কারক আমি।
চক্ষু চিকিৎসার মৌলিক চিকিৎসাবিদ আমি৷
চশমা আবিষ্কারের আদি পুরুষ আমি।
অবদান অনন্ত লেখা হবে না অন্ত?
করিয়াছি কি আমি?
জানো কি কে আমি?
পৃথিবীর সেরা জাতি মুসলিম আমি।
ইবনু মাসউদ
১০ম শ্রেণি, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।