কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

খোকাখুকুর ঈদ

ঈদ এসেছে চাঁদ হেসেছে

নীল আকাশের গাঁয়ে,
খোকাখুকু বেজায় খুশি
নতুন জামা গায়ে।
ঈদ এসেছে ধান পেকেছে
ব্যস্ত চাষি কাজে,
খুশির নদে বান ডেকেছে
খোকাখুকুর মাঝে।
ঈদ এসেছে এই করোনা
মিছিল লাশে লাশে,
খোকাখুকুর চোখে তবু
আনন্দটাই ভাসে।
ঈদ এসেছে হাসিখুশি
ভালোবাসার টানে,
খোকাখুকুর কচিমনে
করোনা কি জানে?

-মহিউদ্দিন বিন জুবায়েদ

মুহিমনগর, চৈতনখিলা, শেরপুর।

Magazine