ঈদ এলো ঈদ এলো!
মুমিনের মন মাতানোর সময় এলো।
তাকবীরের ধ্বনিতে মাতোয়ারা মুমিন সম্প্রদায়,
কাঁধে কাঁধ মিলিয়ে তারা সবে ময়দানেতে যায়।
আনন্দে উচ্ছ্বসিত মুমিনের হৃদয়,
পথেঘাটে তারা ভালোবাসা করে বিনিময়।
ঈদ এলো ঈদ এলো!
হাজারো দুঃখকষ্ট ভুলে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করি,
ছোট-বড় ভেদাভেদ ভুলে আনন্দ সবাই করি।
ঈদ এলো ঈদ এলো!
ঈদের আগমনে কামনা করি কল্যাণ,
সবার জন্য থাকল এই আহ্বান।
-আব্দুর রহমান মুজাহিদ
শিক্ষার্থী‚ মাদরাসাতুল হাদীস, নাজির বাজার,
বংশাল, ঢাকা।