কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ওদের শীতকাল

post title will place here
তুমি কি জানো কীভাবে কাটে ওদের শীতকাল?
যাদের ঠিকানা তোমার শহরের রাস্তার এক ধার।
তুমি তো থাকো বেশ আরামে কম্বল মুড়ি দিয়ে,
কখনো কি ভেবে দেখেছ ওরা থাকে কী নিয়ে?
দু’মুঠো ভাত জুটবে কি না তা নিয়েও সংশয়! 
তুমি কি দেখো না ওদের জীবন কতটা ক্লেশময়?
অবহেলিত যাদের নিয়ে নেই অনেকের মাথাব্যথা,
তুমি কি দেখো না ওদের কষ্ট, বোঝনা ওদের ব্যথা?
বঞ্চিত যাদের সকল প্রকার মৌলিক অধিকার,
তাদেরও তো আছে একটুখানি বাঁচার অধিকার!
তুমি কি পারো না দেখাতে ওদের একটু সহানুভূতি!
তুমি কি পারো না একটু ফোটাতে ওদের মুখে হাসি?
আব্দুল্লাহ মারাব
ভূগরইল, পবা, রাজশাহী।
Magazine