কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

নারীরা অর্ধেক

সংসারে সুখ আসে

নারী হলে সচেতন,

আজকাল এই নিয়ে 

দেখি সব অচেতন।

ক্ষমতাতে নারীরাই

পুরুষের অর্ধেক,

কিছুকিছু সংসার

পুড়ে গেছে ঘর দেখ!

যেই নারী অর্ধেকের

বেশি করে দাবি ভাই

সেই সংসারে কোনো

মমতা, ভালোবাসা নাই।

-শাজাহান কবীর শান্ত

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,

রঘুনাথপুর, কালিগঞ্জ, সাতক্ষীরা।

Magazine