পাখির কণ্ঠে কিচিরমিচির
আকাশে মেঘের ভেলা,
ঋতুর রানি এসেছে ধরায়
কাশফুলেরই মেলা।
গাছে গাছে সবুজ পাতা
প্রকৃতিটা চমৎকার,
দক্ষিণা বাতাসে ভেসে আসে
ফুলের ঘ্রাণ যাযাবর।
কৃষক কাঁধে জোয়াল নিয়ে
মাঠের বুকে যায়,
দস্যু ছেলে মাছ ধরবি
শরৎ এসেছে ধরায়।
-মৃধা মুহাম্মাদ আমিনুল ইসলাম
ফাযিল (ডিগ্রি) ২য় বর্ষ, ছারছীনা আলিয়া মাদরাসা,
আমতলী, বরগুনা।