শীত এলোরে ভবে
চারিপাশ কান্নার নদী হবে।
শীত এলোরে দেশে
কালোমাখা মুখ না হাসে।
শীতে কারো শরীর কাঁপে
কেউবা থাকে উৎসবরূপে।
শীতে কারো মনটা কাঁদে
কেউবা থাকে আহ্লাদে।
চারিপাশ শোকের নিনাদ
এ কেমন মোদের সুবাদ।
চারিদিক থাকবে আলো
এইতো মনে স্বপ্ন ছিল।
আহা! পিঠা-পুলির আনন্দে,
কারো চোখে না বাদে।
আহা! অভাবের তাড়না বিষাদে,
আমার ভাই গোপনে কাঁদে।
-রমজান বিন শামসুল
খাগুরিয়া, সরিষাবাড়ী, জামালপুর।