অভাব বলা স্বভাব হলো
মানুষের এক রোগ,
যতই থাকুক চাইবে আরও
হতে থাকুক যোগ।
অল্পতে কেউ হয় না তুষ্ট
অভাব ভরা মন,
হাজার নালিশ প্রভুর কাছে
লোভী সারাক্ষণ।
এই পৃথিবী পরীক্ষাগার
থাকবে অভাব বোধ,
এর মাঝেও স্বস্তি দিয়ে
অভাব করো রোধ।
পরকালে জান্নাত পেলে
অভাব রবে না,
পৃথিবীতে অভাব সহে
পরীক্ষা দাও না!
অভাব মেনে নিয়ে বলো
সুখে আছি রব,
পরীক্ষা সহজ করে দাও
তুমি মোদের সব।
সাদিয়া আফরোজ
হাজীর হাট কাঁটাবাড়ি মিলবাজার, রংপুর।