কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সময়ের গুরুত্ব

[সূরা আল-আছর অবলম্বনে]

কসম খেয়ে বললেন আল্লাহ
সময়ের গুরুত্ব দিতে,
নয়তো তুমি ধ্বংস হবে
দুনিয়া ও আখেরাতে।
সময় যদি না ব্যয় কর
ঈমান বৃদ্ধির কাজে,
নয়তো সময় নষ্ট হবে
অযথা ও বাজে।
পেলে সময় করিও আমল
সবার আগে নিজে,
আল্লাহর স্মরণে সদা তুমি
জিহ্বা রাখো ভিজে।
হক্বের দাওয়াত দিবে তুমি
সত্য নিও খুঁজে,
মানুষকে যেন দিতে পার
সত্য মিথ্যা বুঝে।
এসব কাজে ধৈর্য ধরে
যদি হও সমাজে নিচু,
মূল্য পাবে আল্লাহর কাছে
জান্নাত হবে উঁচু।
শাহিন বিন আব্দুল গণী 
সাঘাটা, গাইবান্ধা।
Magazine