কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

জীবনের হিসেব

কীভাবে যে দিন হচ্ছে বিলীন

বরফ যেন গলে,
দেখতে দেখতে হায় শক্তি কমলো গায়
বয়স গেছে চলে।
জানি না যে ভাই শুধু খাই আর খাই
সবুর নাই যে মনে,
চলছে দ্রুত খুব বয়সের ছোপ ছোপ
আটকে না হায় গনে।
কেন আসলাম দিলাম না তো দাম
কর্ম নাইবা করে,
হলো যেন শেষ মরণ কবর দেশ
ফিরছি ঘরে।

-মহিউদ্দিন বিন জুবায়েদ

মুহিমনগরচৈতনখিলাশেরপুর।


Magazine