কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

স্মরি মৃত্যুকে

মরণ আমার ঘুরছে পিছে
আমি ঘুরছি টাকার পিছে
সারা জীবনভর,
নেই তো আমার নেকীর পাল্লা
জিহ্বায় আমার নেই তো আল্লাহ
শেষ আয়ুষ গড়। 
যেদিন আমি যাব মরে
 আসবে রেখে চিরতরে
জঙ্গলের মাঝে,
থাকবে না কেউ আমার কাছে
 একা পড়ে থাকব পাছে
অন্ধকার সাঁঝে।

-সাদিয়া আফরোজ
শিক্ষার্থী, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

Magazine