এলো ওই মাহে রামাযান,
আদম সন্তানের তরে রহমানের শ্রেষ্ঠ সেই দান।
পুণ্যের সূর্য উদয় হয়ে পাপের হবে অবসান,
পাপগুলো সব মুছে গিয়ে স্বচ্ছ হবে সবার ঈমান।
ওই দেখো সকলে রামাযানের এই আগমনে,
স্নিগ্ধ হাওয়া বয়ে যাচ্ছে সব মুমিনের অন্তরে।
এই মাসে কে নেবে বলো হীরা মুক্তা জহরত আর মণি?
পারো যদি নিতে তোমার করে তবে পরকালে ধন্য তুমি!
রামাযানের নেকীতে হতে চাই ধনবান,
সেই ধনের বিনিময়ে পাব পুরস্কার রাইয়্যান;
মাগফেরাতের ঝুড়ি নিয়ে এসেছে এই রামাযান।
ফজলে রাব্বি বিন শফিকুল
শিক্ষার্থী, মাদরাসাতুল হাদীস, নাজির বাজার, ঢাকা।