কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

আর্তনাদ

ছালাহুদ্দীন ঘুমিয়ে গেছে
আর তো জাগে না,
আগের মতো জিহাদ তো আর
কেউ-ই করে না।
কত মায়ের বুকটা খালি
হচ্ছে দেখো আজ,
বোমার রূপে ফিলিস্তীনে
পড়ছে দেখো বাজ।
পাকিস্তানে নেই শান্তি
বাংলাও নেই ভালো,
মুসলিম আর খুঁজে পায় না
সফলতার আলো।
আলী, উমার, উছমান ঘুমায়
শান্তির কবরে,
মাহমূদ-এর অশ্ব আজ
খোঁজে তোমারে।
আজ মাটির বুকে লাগছে দেখো
রঙিন রক্ত লাল,
আলীর মতো কেউ তো ভাই
তোলে না আর ঢাল।
সিংহ আজ বিড়ালের মতো
বীরও পাচ্ছে ভয়,
মুসলিম হলো ছত্রভঙ্গ
গাযা হচ্ছে ক্ষয়।
আরব জাতি এড়িয়ে যাচ্ছে
অসহায়দের কথা,
মুসলিমদের দেহে শুধু
যন্ত্রণা আর ব্যথা।
চলে গেছে মাহমূদ গাজী
চলে গেছে বীর,
মুসলিমরা হারিয়ে ফেলেছে
সকল নদীর তীর।

-সাদী মুহাম্মাদ গাউসুল হূদা
শিক্ষার্থী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, 
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
Magazine