আল ইতিছাম তুমি এগিয়ে যাও,
জাতিকে ছহীহ পথ দেখাও।
যেখানে দ্বন্দ্ব, হচ্ছে না সমাধান,
তুমি দেখাও হক্বের সন্ধান।
মোরা তোমার কলম সৈনিক,
লিখি কম-বেশি দৈনিক।
তোমার বুকে দিয়েছ ঠাঁই,
সত্য, সঠিক কথা যেন লিখতে পাই।
জাহেল, যালেম, বাতিলের সাথে,
আপস করো না তাদের পথে।
শিরক, বিদআত, কুফরের সাথে,
লড়ে যাও দিনরাত।
জাতিকে ইছলাহ করো,
কুরআন সুন্নায় জীবন গড়ো।
শিরক, বিদআত, ছূফিবাদ,
পীর, দরবেশ যত মতবাদ
সব তরক করে।
-আনিছুর রহমান
নামাজগড়, বগুড়া।