কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

গঙ্গার স্তন

post title will place here
গঙ্গার স্তন পান করে তো
হয় উর্বর মাটি,
সেই স্তন আটকে রেখেছে 
বাঁধ নামের ঐ ঘাঁটি।
ভারতের বাঁধ ভেঙে ফেলো
বাংলাদেশ হোক সবুজ,
নদী মাতৃ দেশটা আমার
মরু কেন অবুঝ? 
কৃষি নির্ভর দেশটা আমার
নদীর পানি বিনে,
ক্যামন করে হয় বলো চাষ
আছি ডুবে ঋণে।
আমার দেশের নদীগুলো 
বাঁধের অভিশাপে,
দিনে দিনে পুরোন হচ্ছে
মরু নামক লাশে।
বাঁধগুলো তাই ভেঙে দিয়ে
মুক্ত করো গঙ্গা,
নদীগুলো পাবে জীবন
কৃষি হবে চাঙ্গা।
সাদিয়া আফরোজ
শিক্ষার্থী, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
Magazine