কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

কল্যাণের দু‘আ

জানে না অনেকে সালামের মানে
কল্যাণের দু‘আটা পৌঁছে আসমানে।
এই বাণী ওই রবের যিনি আসমানে,
মানুষের চাওয়াটার সব কিছু জানে।
তাই কেহ দিয়ো না সালামটা ছেড়ে,
জীবনকষ্ট তাতে যাবে খুব বেড়ে।
-মহিউদ্দিন বিন জুবায়েদ
মুহিমনগর, চৈতনখিলা, শেরপুর।
Magazine