কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

পানি পানের আদব

এক দুই তিন
আল্লাহ তাওফীক্ব দিন।
চার পাঁচ ছয়
নবীর পথে চলতে কই।
সাত আট নয়
বসে পানি পান করতে হয়।
এক-এ শূন্য দশ
ডান হাতে গ্লাস নিয়ে বস।
এগারো বারো তেরো
ডান হাতে গ্লাস ধরো।
চৌদ্দ পনের ষোল
শুরুতে ‘বিসমিল্লাহ’ বলো।
সতের আঠারো উনিশ
শেষে ‘আল-হামদুলিল্লাহ’ না ভুলিস।
দুই-এ শূন্য বিশ
তিন নিঃশ্বাসে পান করিস।
-ফাতেমা
ছাত্রী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
Magazine