দাবানলের অগ্নিশিখা জ্বলছে ফিলিস্তীনে
ঘূর্ণিঝড়ের বেগ বাড়ছে দিনে দিনে।
নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু পাচ্ছে না কোনো কূল
ঝরনার মতো রক্ত ঝরছে ভেবে পাই না কূল।
কাঁদে আকাশ, কাঁদে বাতাস, কাঁদে অচিন পাখি
শত মায়ের কোল খালিতে অশ্রুসজল আঁখি।
দাঁড়াও দাঁড়াও হে মুসলিম তাদের পাশে দাঁড়াও
ঈমানী শক্তি তাজা রাখতে হাত দুটোকে বাড়াও।
মো. সামিউল ইসলাম রাসেল
বেলকুচি, সিরাজগঞ্জ।