ঘরের মাঝে স্বামী রেখে পরকীয়ায় ব্যস্ত
পর পুরুষের সাথে তারা প্রেমে আসক্ত।
অন্তর তাদের ভীষণ কালো চক্ষু তাদের মন্দ
বিকের তাদের তালা দেওয়া চোখ থেকেও অন্ধ।
এসব নারীর জন্য আজি পুরুষ লোকের কষ্ট,
তাদের জন্য একটা সমাজ যাচ্ছে হয়ে নষ্ট।
পরকীয়া করে যারা দুকূল দুখে ভাসে,
শান্তি পায় না কারও কাছে জীবন থাকে নাশে।
পুরুষ লোকে এই কাজেতে হচ্ছে অগ্রগামী,
নোংরা থেকে বাঁচতে পারলে হবে ভীষণ দামী।
-শামসুল আরেফীন
শ্রীপুর, গাজীপুর।